Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

রামপাল উপজেলার পটভুমি

 

রামপাল উপজেলা কুমারখালী নদীর উত্তর তীরে অবন্থীত। এটি ১৯৮৩ সালের ২৪ মার্চ মানউন্নিত থানায় রুপান্তর করত উপজেলা হিসেবে ন্থাপন করা হয়। এর আয়তন ২৭৬.৪৫ বর্গ কিমি:। মোট ১৭ টি ইউনিয়ন নিয়ে গঠিত হয়। পরবর্তীতে একটি ইউনিয়ন সদর উপজেলার সাথে একিভুত করা হয় । ততপরবর্তীরেত ৬ টি ইউনিয়ন নিয়ে মোংলা উপজেলা নামে একটি ন্তুন উপজেলা করা হয়। বর্তমানে রামপাল উপজেলার ইউনিয়নের সংখ্যা ১০ টি । লোকমুখে শোনা যায় পাল বংশের রাম নামের একজন লোক প্রথম কুমার নদীর পেড়িখালীর অপর পার্শ্বে বসতি ন্থাপন করে। এবং পরবর্তীতে তার নামে রামপাল এর নাম করণ করা হয়।