গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
উপজেলা নির্বাহী আফিসারের কার্যালয়
রামপাল, বাগেরহাট।
রামপাল উপজেলা আইন-শৃংখলা কমিটির সভার কার্য বিবরণীঃ -
সভাপতিঃ উপজেলা নির্বাহী অফিসার, রামপাল, বাগেরহাট
সভার স্থানঃ উপজেলা নির্বাহী অফিসারের সভা কক্ষ, রামপাল
সভার তারিখঃ ০৮/০৭/২০২১ খ্রিঃ সময়ঃ সকাল ১০:০০ ঘটিকা
উপস্থিতিঃ পরিশিষ্ট ‘‘ক’’
অনুপস্থিতিঃ পরিশিষ্ট ‘‘খ’’
সভাপতি উপস্থিত সকলকে স্বাগত জানিয়ে সভা শুরু করেন। অতঃপর বিগত সভার কার্যবিবরণী সভায় পাঠ করে শোনানো হয় এবং কোন রকম পরিবর্তন, পরিবর্ধন বা সংশোধনী না থাকায় তা সর্ব সম্মতিক্রমে গৃহীত ও অনুমোদিত হয়।
ভারপ্রাপ্ত কর্মকর্তা সভায় জানান যে, গত সভার সিদ্ধান্ত বাস্তবায়নের লক্ষ্যে সকল ট্রাক্টর মালিকদেরকে আগামী ৩১/০৮/২০১৩ তারিখের মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করার জন্য বলা হয়েছে। আর রেজিস্ট্রেশন বিহীন সিএনজি কে মোবাইল কোর্টের আওতায় ব্যবস্থা নেয়া হচ্ছে। বাগেরহাট জেলার অন্যান্য থানার চেয়ে রামপালের আইন-শৃঙ্খলা অনেক ভাল বলেও তিনি উল্লেখ করেন।
পেড়িখালী ইউপি চেয়ারম্যান সভায় জানান যে, মদ, গাজার ব্যবহার তার ইউনিয়নে অনেকাংশে কমলেও একেবারে নির্মূল হয়নি। তিনি পুলিশ টহলের জন্য অনুরোধ করেন।
জনাব দিলারা পারভিন সভায় উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে ইভটিজিং বন্ধে প্রয়োজনীয় কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করেন।
সভাপতি, রামপাল উপজেলা প্রেস ক্লাব, রামপাল, বাগেরহাট সকলকে শুভেচ্ছা জানান। তিনি একটি সভা থেকে আরেকটি সভা পর্যন্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা কর্তৃক আইন-শৃঙ্খলার একটি চিত্র তুলে ধরার জন্য প্রস্তাব করেন। তিনি বলেন যে, চারদিকে মাদক ছড়িয়ে পড়েছে। রাজনগর ইউপিতে ঝাঁড়-ফুঁকের ব্যবসা চলে।
উপজেলা নির্বাহী অফিসার সভায় জানান যে, গাড়ী চলাচলের সুবিধার্থে গিলাতলা, রামপাল বাজারের যানজট পরিস্কার করা হয়েছে। এ বিষয়ে সকলের সহযোগিতার জন্য তিনি সকলকে ধন্যবাদ জানান। তিনি সকল ইউপি চেয়ারম্যানগণকে সজাগ থাকার জন্য অনুরোধ করেন।
বিস্তারিত আলোচনামেত্ম নিম্নলিখিত সিদ্ধামত্ম সমূহ গৃহীত হয়।
ক্রঃ নং |
সিদ্ধান্ত সমূহ |
বাস্তবায়নে |
০২ |
ইভটিজিং বন্ধে প্রয়োজনীয় কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য সিদ্ধান্ত গৃহীত হয়। |
ভারপ্রাপ্ত কর্মকর্তা, রামপাল থানা |
০৩ |
রাজনগর ইউপিতে ঝাঁড় ফুঁকের ব্যবসা বন্ধের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সিদ্ধান্ত গৃহীত হয়। |
ভারপ্রাপ্ত কর্মকর্তা,রামপাল থানা |
০৪ |
মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণসহ মাদক নির্মূলের জন্য সিদ্ধান্ত গৃহীত হয়। |
ভারপ্রাপ্ত কর্মকর্তা, রামপাল থানা |
০৫ |
মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে রেজিস্ট্রেশন ও লাইসেন্স বিহীন সিএনজি ও ট্রাক্টর চালকদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। |
উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার(ভূমি), রামপাল/ ভারপ্রাপ্ত কর্মকর্তা, রামপাল থানা। |
সভায় আর কোন আলোচ্য বিষয় না থাকায় উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।
স্বাক্ষরিত/-
(মোঃ জিল্লুর রহমান)
সভাপতি
উপজেলা আইন-শৃংখলা কমিটি
ও
উপজেলা নির্বাহী অফিসার
রামপাল, বাগেরহাট।
স্মারক নং উনিঅ/রাম/১৩-৩/১৩-৬৪৭ (৫০), তারিখঃ ০৯/০৯/২০১৩ খ্রিঃ
অনুলিপিঃ সদয় অবগতি/অবগতি ও কার্যার্থে প্রেরণ করা হলো -
1.
2. সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা
3. জেলা প্রশাসক, বাগেরহাট
4. চেয়ারম্যান, উপজেলা পরিষদ, রামপাল, বাগেরহাট।
5. ভাইস চেয়ারম্যান/মহিলা ভাইস চেয়ারম্যান, উপজেলা পরিষদ, রামপাল, বাগেরহাট।
6. উপজেলা...............................কর্মকর্তা, রামপাল, বাগেরহাট।
7. ভারপ্রাপ্ত কর্মকর্তা, রামপাল থানা
8. চেয়ারম্যান...............................ইউপি, (সকল), রামপাল, বাগেরহাট।
9. জনাব .....................................................................................
স্বাক্ষরিত
উপজেলা নির্বাহী অফিসার
রামপাল, বাগেরহাট।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস