রামপাল উপজেলা কুমারখালী নদীর উত্তর তীরে অবন্থীত। এটি ১৯৮৩ সালের ২৪ মার্চ মানউন্নিত থানায় রুপান্তর করত উপজেলা হিসেবে ন্থাপন করা হয়। এর আয়তন ২৭৬.৪৫ বর্গ কিমি:। মোট ১৭ টি ইউনিয়ন নিয়ে গঠিত হয়। পরবর্তীতে একটি ইউনিয়ন সদর উপজেলার সাথে একিভুত করা হয় । ততপরবর্তীরেত ৬ টি ইউনিয়ন নিয়ে মোংলা উপজেলা নামে একটি ন্তুন উপজেলা করা হয়। বর্তমানে রামপাল উপজেলার ইউনিয়নের সংখ্যা ১০ টি । লোকমুখে শোনা যায় পাল বংশের রাম নামের একজন লোক প্রথম কুমার নদীর পেড়িখালীর অপর পার্শ্বে বসতি ন্থাপন করে। এবং পরবর্তীতে তার নামে রামপাল এর নাম করণ করা হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস